রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

গাকৃবিতে ডিজিটাল স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী ও সনদ প্রদান

গাজীপুর প্রতিনিধি

গাকৃবিতে ডিজিটাল স্কিলস ট্রেনিং প্রোগ্রামের সমাপনী ও সনদ প্রদান

তথ্য প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির লক্ষ্যকে সামনে রেখে শনিবার (২৬ জুলাই) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং প্রোগ্রাম’-এর বর্ণাঢ্য সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই)’ এর ট্রেনিং প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, এম সাইফুল্লাহ পান্না তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ডিজিটাল স্কিলস শুধু প্রয়োজন নয়, বরং অপরিহার্য।

এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে। তিনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আন্তরিকভাবে। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপাচার্য, সচিবসহ অন্য অতিথিরা।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. রেজাউল করিম, ট্রেনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মইনুল হোসেইন অলিভার  প্রমুখ।

টিএইচ