কে এই নতুন পোপ ‘রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট’
পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।বৃহস্পতিবার (৮ মে) ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সী রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে