শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

সরকারি চাকরিজীবীদের জন্য আবারও সুখবর

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিজীবীদের জন্য আবারও সুখবর

সরকারি চাকরিতে নিয়োজিতদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।

সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৫ অনুযায়ী, আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ বছর মে দিবস পড়েছে বৃহস্পতিবার। এর পরদিন শুক্রবার ও শনিবার-যা সাপ্তাহিক ছুটির দিন। ফলে ১ মে থেকে ৩ মে পর্যন্ত সরকারি চাকরিজীবীরা পাবেন টানা তিন দিনের ছুটি।

মে দিবস, যা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি শ্রমিক আন্দোলনের ইতিহাস ও অবদানের প্রতি সম্মান জানাতে পালিত হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিত হয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।

টিএইচ