গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এই ট্রফি শুধু বিজয়ের নয়, গাইবান্ধার গৌরবের প্রতীক।
ক্রীড়াউৎসবে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম. হেদায়েতু ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন, সদর ইউএনও মো. মাহমুদ আল হাসান এছাড়াও জেলার সব শ্রেণিপেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, প্রাক্তন খেলোয়াড়রা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
টিএইচ