বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময়

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) ছাতকের ধারণবাজার এলাকায় হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সার্জেন্ট সম্রাটের পরিচালনায় সিলেট কুমারগাঁও বাস পরিচালনা কমিটির সভাপতি রনজয়, সিএনজি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩) এর সুনামগঞ্জ জেলার সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সাংবাদিক আবদুল আলিম, ছাতক মুফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, শ্রমিক ইউনিয়নের ধারণ উপ শাখার সভাপতি মিদুল মিয়া প্রমুখ। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, ধারণ নতূনবাজার জামে মসজিদের মাওলানা, কুতুব উদ্দিন সালেহী।

টিএইচ