খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন দীঘিনালা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
তিনি জানান, অনুমোদনহীন বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা শুরু করে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।
এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান দীঘিনালা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
টিএইচ