শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

বাঁশখালীর সংরক্ষিত বনাঞ্চলে হাতির মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর সংরক্ষিত বনাঞ্চলে হাতির মৃত্যু

বাঁশখালীর সংরক্ষিত বানঞ্চল চাম্বল ইউনিয়নের বণ্যপ্রাণী অভয়ারণ্য জঙ্গল পূর্ব চাম্বলে পাহাড়ের দুইল্ল্যাঝিরি নামক স্থানে ৪০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি মাদিহাতির মৃত্যু হয়েছে। 

অভিযোগ আছে, সংরক্ষিত বনাঞ্চল দখল করে বাগান করা বাগান মালিকের লোকজনের ধাওয়া খেয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় হাতির দল দিগ্বিদিক্ ছোটাছুটি করতে থাকে। এ সময় ৩টি হাতির দল থেকে মাদিহাতিটি দলছুট হয়ে পাহাড়ের খাদে পড়ে মারা যায়। 

শনিবার (৮ জুলাই) দুপুরে বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সরেজমিনে জানা গেছে, পূর্ব চাম্বলের দুইল্ল্যাঝিরি নামক স্থানে হাতি মারা যাওয়া পাহাড়টি সংরক্ষিত বনাঞ্চল। ওই সংরক্ষিত বনাঞ্চল দখল করে বাগান করেছেন বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের মৃত মো. ফরিদের ছেলে মো. জাহাঙ্গীল আলম। 

ওই পাহাড় রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে মৃত বদি আলমের ছেলে মাহাবুব হোসেন ও আলী হোসেনকে। এ দুই ভাই পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বিশাল মাটির ঘরও তৈরি করে আছেন দীর্ঘ ১০ বছর ধরে। দুইল্ল্যাঝিরি পাহাড়ের শিরোভাগে উঠে দেখা যায়, প্রায় ২০০ হাত পর্যন্ত বেশ কয়েকটি গাছ হাতির ওপর ফেলেছে। 

নামপ্রকাশে অনিচ্ছুক কৃষকরা জানান, এখানে গড়ে ওঠা শতাধিক বাড়িঘর সবগুলো সংরক্ষিত বনাঞ্চলের জায়গা। এসব দখল করে নিজেদের বাড়িঘরের মতো আছে। বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে অবৈধ দখলদাররা সংরক্ষিত বনেই ফলদ-বনজ বৃক্ষ রোপণ করেছে এবং সবজি ক্ষেত করেছে। 

দিনরাত হাতি তাড়াতেই পালাক্রমে চাষিরা পাহারা বসান। হাতি দেখলেই দলবদ্ধ কৃষক হাতি তাড়াতে ব্যস্ত থাকেন। মূলত মারা যাওয়া হাতিটি স্থানীয়দের তাড়া খেয়ে সুউচ্চ পাহাড় থেকে পড়ে মারা গেছে।

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, মৃত মাদিহাতিটির ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড় থেকে পড়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে হাতিটি। 

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিছুজ্জামান শেখ বলেন, হাতি মারা যাবার ঘটনায় থানায় জিডি করেছি। বাঁশখালীর অন্তত ৪০টি স্পটে হাতি বিচরণ করছে প্রতিনিয়ত। সবই লোকালয়। মানুষ পাহাড় দখল করেই অবৈধভাবে লোকালয় স্থাপন করেছে। হাতির বিচরণক্ষেত্র হাতিকে ফিরিয়ে দিতে সমন্বিত অভিযান প্রয়োজন।

টিএইচ