শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ইন্দুরকানীতে ছয় গরু চুরি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে ছয় গরু চুরি

ইন্দুরকানীতে ০৩ হতদরিদ্র  পরিবারের ৬টি গরু চুরি হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের হতদরিদ্র কাজল বেগমের ১টি গাভী ও ১টি বলদ, রেহেনা বেগমের ২টি গাভী ও আলামিনের ২টি গরু নিয়ে গেছে চোর চক্র।

সংঘবদ্ধ চোর চক্রটি দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত গরু, ইজিবাইক, অটোরিক্সাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া এ চক্রটি বিভিন্ন বাড়িতে চেতনানাশক স্পে দিয়ে সর্বস্ব চুরি করে আসছে। এ অবস্থা চললেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

হতদরিদ্র কাজল বেগম জানান, অনেক কষ্ট করে দুটি গরু লালন-পালন করছি। কিন্তু চোরেরা আমার শেষ সম্বলটুকু নিয়ে গেছে।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা  জানান, গরু চুরির ঘটনা শুনেই আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এছাড়া আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চোরাই গরু উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

টিএইচ