শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

উলিপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিস্তা ইউনিভার্সিটির মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

উলিপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিস্তা ইউনিভার্সিটির মতবিনিময় সভা

গুণগত শিক্ষা অর্জন, শ্রেষ্ঠ জীবন- এই লক্ষ্যকে সামনে রেখে রংপুরে গড়ে উঠা বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক ও  শিক্ষার্থীদের সঙ্গে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) দিনব্যাপী উলিপুর উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন।

এসময় তিনি বলেন, অবহেলিত উত্তরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিস্তা ইউনিভার্সিটি রংপুরের মর্ডাণে গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থায়ী ক্যাম্পাসের জন্য ৭ বছর সময় দিলেও তারা ইতিমধ্যে দর্শনায় সাড়ে চার একর জায়গা ক্রয় করেছেন,যাতে ক্যাম্পাস গড়ে উঠবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল কাশেম, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সচিব রবিউল ইসলাম। এসময় মতামত তুলে ধরেন উলিপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ জোবায়দুল ইসলাম মুকুল,কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও উপস্থিত ছাত্রীরা।

পরে উপস্থিত শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল।

টিএইচ