কুমিল্লা পুলিশ লাইন্সে মঙ্গলবার (২০ মে) অগ্নি নির্বাপণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ওই মহড়ায় সব পদমর্যাদার পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার ওয়্যারহাউজ ইন্সপেক্টর দেবব্রত কুমার মন্ডল।
কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার বিভিন্ন পদ্ধতি উপস্থিত পুলিশ সদস্যদের দেখান এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তা অনুশীলন করেন।
এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ জেলা পুলিশের সব পদমর্যাদার সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
টিএইচ