শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

‘কৃষকদের হয়রানি বরদাস্ত করা হবে না’

নেত্রকোনা প্রতিনিধি  

‘কৃষকদের হয়রানি বরদাস্ত করা হবে না’

নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান ও চাল) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মোহনগঞ্জ এলএসডি খাদ্য গোদামে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, নেত্রকোনা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।

জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরুল কায়েসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর শাকুর সাদী, থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমসহ অন্যান্য কর্মকর্তা এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা ও কৃষকরা।

প্রধান অতিথি হিসেবে মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, আপদকালীন পরিস্থিতি মোকাবিলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে।

কৃষকরা যাতে সরকারি বিধিবিধান মেনে সরাসরি খাদ্য গোদামে ধান দিতে পারে তার জন্য খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের আন্তরিকতা সহিত কাজ করার আহ্বান জানান। খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, কৃষকদের হয়রানি করা হলে তা কিছুতেই বরদাস্ত করা হবে না।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে নেত্রকোনায় ৩৬ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৪৩২ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ মাল্টি পারপাস হল রুমে স্থানীয় কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

টিএইচ