বুধবার, ১৪ মে, ২০২৫
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
The Daily Post

খাগড়াছড়িতে এলজিইডির ঠিকাদারদের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়িতে এলজিইডির ঠিকাদারদের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ির আয়োজনে স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারদের নিয়ে কন্টাক্ট  ম্যানেজমেন্ট  মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কন্টাক্ট ম্যানেজমেন্ট ও মাসিক পর্যালোচনা সভায় খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন।

প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন  প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন বলেন, পার্বত্য চট্রগ্রামে এলজিইডি কর্তৃক বাস্তবায়িত জেলার বিভিন্ন উপজেলার  চলমান প্রকল্পের কাজ চুক্তি অনুযায়ী কাজের গুণগত মান ঠিকরেখে নিদিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশ প্রদান করেন।

চলমান বিভিন্ন প্রকল্পের সমস্যা সমাধানের কথা তুলে ধরেন ঠিকাদাররা পরে প্রধান অতিথি চলমান প্রকল্পের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বস্ত করেন।

এসময় খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসাইন, খাগড়াছড়ি সদর উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদ, মহালছড়ি উপজেলা প্রকৌশলী আনছারিসহ উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

টিএইচ