পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে পুলিশ অফিসারদের ৩ দিনব্যাপী ‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেস হলরুমে জেলা পুলিশের আয়োজনে ইআরআর ডি-সিএইচটি, ইউএনডিপি সার্বিক সহযোগিতায়- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক পুলিশ অফিসারদের ৩ দিনব্যাপী ‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন, ERRD-CHT Project, UNDP, Gender & Community Cohesion Analyst, Jhuma Dewan।
সেমিনারে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. মিজানুর রহমান (পিপিএম), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ইআরআরডি-সিএইচটি, প্রকল্পের জেলা প্রোগ্রামার প্রিয়তর চাকমাসহ প্রশিক্ষণার্থীরা।
টিএইচ