লালমনিরহাটের কালীগঞ্জে খুন হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ইউএনও জাকিয়া সুলতানা। মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ ইউএনও জান্নাতির বাবা ফজলুল হকের হাতে দুই বান্ডেল টিন ও নগদ ৬ হাজার টাকা তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন জান্নাতির বাবা ফজলুল হক। সরকার ও প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জান্নাতির পরিবারের লোকজন।
এসময় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোকলেছুর রহমান টুকু, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সাংবাদিক হাসান আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
টিএইচ