রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

খুলনায় অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো 

খুলনায় অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

‘উন্নয়নের অগ্রযাত্রায় সকল শিশু হোক নিরাপদ’ বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস কতৃর্ক আয়োজিত যৌন নির্যাতন ও মাদকাসক্ত থেকে সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভায় এই আহ্বান জানান প্রধান অতিথি মীর আলিফ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। 

জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে গত রোববার ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদের যৌন নির্যাতন ও মাদকাসক্ত থেকে সুরক্ষিত রাখার ব্যাপারে সরকারি বিভিন্ন দপ্তরের প্রদত্ত সেবাসমূহ এবং পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আরো বক্তব্য প্রদান করেন, খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা, মো. মিজানুর রহমান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা, ডা. স্বপন কুমার হালদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, কেসিসি, ডা. সাদিয়া মনোয়ারা ঊষা, এমওসিএস, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, এনজিও প্রতিনিধি, আইনজিবি ও খুলনা শিশু ফোরামের সদস্যরা। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেজেএর সিনিয়র ডিরেক্টর এম এম চিশতী এবং দাতাসংস্থা কেএনএইচ এর সহযোগিতায় জেজেএস কতৃর্ক বাস্তবায়নাধিন সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি আলোচনা ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এম হাছিবুল হাসান, প্রকল্প ব্যবস্থাপক, জেজেএস।

টিএইচ