মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

বরিশাল ব্যুরো  

গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল জেলার ১৫ শহিদ পরিবারের সদস্যদের মধ্যে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদানের ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সোমবার (১২ মে) বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলার দশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্যরা।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসক জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদের পরিবারের মধ্যে এ সঞ্চয়পত্র বিতরণ করেন। বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত মোট ৩০ জন শহিদ রয়েছে।

এদের মধ্যে সোমবার (১২ মে) ১৫ জন শহিদের পরিবারের মধ্যে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করা হয়। আগৈলঝাড়া উপজেলা ১ জন, বানারীপাড়া উপজেলা ৩ জন, বাকেরগঞ্জ উপজেলা একজন, হিজলা উপজেলা একজন, গৌরনদী উপজেলা একজন, বাবুগঞ্জ উপজেলা তিনজন, মেহেন্দিগঞ্জ উপজেলা একজন, মুলাদী উপজেলা দুজন। পর্যায়ক্রমে বাকি সব শহিদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

টিএইচ