কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে পারেছা বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। বুধবার (২৩ জুলাই) গৃহবধূর মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাদের মধ্যে সব সময় বিভিন্ন সমস্যা নিয়ে কথা-কাটাকাটি হত। ফলে বুধবার (২৩ জুলাই) ভোরে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহত গৃহবধূর পিতা জানান, আমার মেয়ে কি জন্য ফাঁসি নিয়ে মৃত্যুবরণ করেছে সেটা আমি জানি না। আমার মেয়ে ও মেয়ের স্বামীর মধ্যে কোন বিভেদ হয়েছে কিনা সেটাও জানি না। অর্থাৎ আমার মেয়ে কি জন্য ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে সেটা তদন্ত ছাড়া মন্তব্য করা সম্ভব না। নিহত গৃহবধূ পারেছা বেগম পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মোহাম্মদ নেজাম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
চকরিয়া থানার পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মহি উদ্দিন বলেন, নিহত পারেছা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।