ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বৃহস্পতিবার (২৪ জুলাই) গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশনা দেন।
সভা শেষে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন হাই স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কল্যাণ সভায় পুলিশ সদস্যরা মুক্ত পরিবেশে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ডিআইজি সব কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। এছাড়া তিনি জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনও করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলা পুলিশের সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা।
টিএইচ