শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

গোয়ালন্দে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলার দুুই আসামিকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ধারালো দা ও একটি স্টিলের ধারালো চাকু, দুটি মোবাইল ফোন উদ্ধার করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার সুলতান মিয়ার ছেলে রনি মিয়া আরমান হোসেন ও একই এলাকার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়ার মৃত আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা ঝড়ু।

শনিবার (২৮ জুন) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে সি মো. রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সূত্রে উল্লিখিত মামলার আইও পুলিশ পরিদর্শক তদন্ত উত্তম কুমার ঘোষ সংগীত অফিসার ও ফোর্সসহ গত শুক্রবার রাতে রনি মিয়া আরমানকে গাজীপুর জেলার শ্রীপুর থানার হতে গ্রেপ্তার করে এবং একই দিন সাভার থানার রেডিও কোলনি হতে ইসমাইল মোল্লা ঝড়ুকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম নজরুলের সঙ্গে পূর্ব শত্রুতা ও জুয়া খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। রনি মিয়া, মো. ইসমাইল মোল্লাসহ আরও অজ্ঞাতনামা আসামিরা নজরুলকে হত্যা করে।

টিএইচ