রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় দাকোপ প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় দাকোপ প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় খুলনার উপকূলীয় দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলকসভায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় উপজেলা ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভা সকল সাইক্লোন সেল্টার ও স্কুল, কলেজগুলো সার্বক্ষনিক খোলা রাখা, মাইকিং, সিগনাল অনুযায়ী পতাকা উত্তোলন, সকল কর্মকর্তাকে কর্মস্থালে থাকা, মেডিকেল স্বাস্থ্য টিম, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ গ্রাম রক্ষা বাহিনীর সদস্যদের প্রস্তুত এবং শুকনো খাবার প্রস্তুত রাখা, সার্বক্ষনিক কন্ট্রোল রুম খুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানা ওসি উজ্জ্বল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, সুদেব রায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আযুব আলী ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জিও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকরা।  

টিএইচ