শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

জামালপুরে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আ.লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক।

এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের সফি মিয়ার বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিনা পারভীন সাবেক এমপি সফিকুল ইসলাম খোকার মেয়ে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, জেলা মহিলা আ.লীগের সহসভাপতি সেলিনা পারভীন কাকলীকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।