শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

জামালপুরে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

জামালপুর সদর উপজেলার হাজিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও দরিদ্র তহবিল গঠন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ জুলাই) বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম সেবা। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক। এ সময় জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, মেস্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, হাজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাজেদুল হক প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ও হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর ইসহাক হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, পরিশ্রমের মাধ্যমে ঘাম ঝড়িয়ে, শিক্ষার্থীদের ভাগ্য পরিবর্তন করতে।

এছাড়া যদি তোমরা শরীর রক্ত ঝড়াও তাহলে ইতিহাস তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে ভালোভাবে পড়াশুনা করে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

টিএইচ