শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

‘একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সঙ্গে বিকাশিত হোক আগামীর প্রজন্ম’ এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে ১ হাজার ৬২৩ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শরিফা হক।

বুধবার (২৫ জুন) শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোমলমতি শিশুদের নিয়ে বৃক্ষরোপণ শুরু করেন। এতে একযোগে ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ হাজার গাছ রোপণ করেন। গাছগুলো মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু।

বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সঞ্জয় কুমার মহন্ত ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

টিএইচ