রবিবার, ১৮ মে, ২০২৫
ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামচুল হক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে।

এতথ্য তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিয়া বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

টিএইচ