শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

ময়মনসিংহ প্রতিনিধি

ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত টিকিটসহ হূদয় (২৫) নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে।

বুধবার (২ জুলাই) তাকে আটক করা হয়। আটক হূদয় ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। স্টেশন সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন গফরগাঁওয়ে যাত্রা বিরতির পূর্বে হূদয় নামে ওই কালোবাজারি কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করেন।

খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী (আরএলবি) হূদয়কে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত দুটি টিকিট উদ্ধার করে।

গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, এই ছেলে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করছিল। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আটক টিকিট কালোবাজারিকে ময়মনসিংহ জিআরপি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

টিএইচ