মাদারীপুর জেলার ডাসার উপজেলার উত্তর খিলগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন পিকআপভ্যানের হেলপার। ডিম বোঝাই পিকআপ ভ্যানটি পয়সারহাট থেকে মাদারীপুর শহরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডাসার উপজেলার উত্তর খিলগ্রামে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যানের হেলপার নূরনবী, পিতা ফরাজী, গ্রাম: সোনাপুর, ডাকঘর: গাওখালী, উপজেলা: নাজিরপুর, জেলা: পিরোজপুর।
ঘটনার পরপরই ডাসার থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হেলপারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে।
ডাসার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ