সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারত থেকে ইয়াবা নিয়ে ফেরার সময় লোকমান হেকিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার (২৩ এপ্রিল) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লোকমান হেকিম ওই ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, বুধবার (২৩ এপ্রিল) বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করেন লোকমান। ফেরার সময় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৯- এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ছড়া নামক স্থানে অভিযান চালিয়ে লোকমান হেকিমকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৬ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪ হাজার ৮০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটক আসামিকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
টিএইচ