চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতির দাবিতে খুলনা ও ঢাকাগামী ট্রেন আটকে রেখে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ জুন) খুলনাগামী ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে আন্দোলন শুরু করেন তারা।
পরে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনেরও যাত্রাবিরতির দাবি জানান আন্দোলনকারীরা। এসময় ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে রেললাইনের দুইপাশে এবং প্ল্যাটফর্মজুড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দর্শনায় যাত্রাবিরতি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি।
এই স্টপেজ শুধু যাতায়াতের সুবিধা নয়, বরং এটি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন, বারবার আশ্বাস দেয়া হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের মানুষ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন, কিন্তু তা উপেক্ষিত থেকে যাচ্ছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রেললাইন ছাড়বেন না।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সমাধান আসেনি বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
টিএইচ