খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড কংগ্রেসর কৃষক সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দীঘিনালা উপজেলায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেসর কৃষক সমাবেশ আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান।
কৃষি উপসহকারী অফিসার মো. সামীমুল আরবারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. বাছিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আহসানুল হক চৌধুরী, দীঘিনালা উপজেলা সমবায় অফিসার ত্রিরত্ন চাকমা, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সদস্য মো. সিরাজুল ইসলাম ও বেতছড়ি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সদস্য মোছা. সালমা আক্তার প্রমুখ।
টিএইচ