দেশে আর কোন পেশীশক্তিকে রাজনীতি করতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৃহস্পতিবার (১২ জুন) বরিশালে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভায় নেতারা আরও বলেন, একটি রাজনৈতিক দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভালো মানুষকে বেছে নিয়ে ওই সন্ত্রাসী দলকেও ফ্যাসিস্টদের মতো দূরে ঠেলে দিবে বলে শতভাগ বিশ্বাস করছি।
বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের কনফারেন্স রুমে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে এনসিপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি জাতীয় পার্টিকে আ.লীগের দোসর উল্লেখ করে তাদের নিষিদ্ধ করারও দাবি করা হয়।
পরিচিতি সভায় এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক কমিটির সদস্য কাজী সাইফুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য, গত ৩ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এনসিপি বরিশাল জেলা সমন্বয় কমিটির অনুমোদন করেছেন।
ওই কমিটিতে মো. আবু সাঈদ মুসাকে প্রধান সমন্বয়কারী। মো. মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান শিকদার, ইউসুফ আলী হাওলাদার, এম সাইফুল ইসলাম মুন্সি, আবেদ আহমেদ রনি, প্রফেসর মো. ইদ্রিস আহমেদ, মো. আবু সাঈদ, আরিফ মাহমুদ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও মো. তামিমুল হাসানকে যুগ্ম সমন্বয়কারী।
মো. নাজমুল হাসান, সবিত ইসলাম শান্ত, আতিকুর রহমান, শাবনুর আক্তার, নুর এ আলম সিদ্দিকি, মো. হেলাল উদ্দিন, মো. নুর আলম, মো. সালাউদ্দিন, মো. নাহিদ হাসান, মো. আল আমিন, নজরুল ইসলাম, আসিফ আলি ও এইচএম কুতুবকে সদস্য করে এনসিপি বরিশাল জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।
টিএইচ