দৌলতপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুষ্টিয়া জেলার ফয়সাল মাহমুদ এবং ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। এছাড়া সভায় দৌলতপুর ইউএনও মো. আব্দুল হাই সিদ্দিকী বর্তমান প্রশাসনিক উদ্যোগ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল, উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এ মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিএইচ