বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

দৌলতপুরে এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের অভিযান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের অভিযান

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুদক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার আল্লারদর্গা-রিফইতপুর সড়কের উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে তারা এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যায়ল কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল হকসহ অন্য কর্মকর্তা।  

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যায়ল কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, কমিশনের অনুমতি সাপেক্ষে আমরা সরোজমিন তদন্তে এসেছি। অভিযোগ ছিল প্রকল্পের কাজে নিম্নমানের ইট ও অন্য সামগ্রী দায়সরাভাবে ব্যবহার করা হয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্পটে সড়কের দৈর্ঘ্য-প্রস্থ, হেজিং, প্যলাসাইট পরীক্ষা নিরীক্ষা করেছি। পাশাপাশ কাজের স্যাম্পুল ও মেটারিয়াল্স নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষা সাপেক্ষে এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি তা যাচাই বাছাই সাপেক্ষে কমিশনে রিপোর্ট দাখিল করা হবে।

দুদকের অভিযান চলাকালে দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক উপস্থিত ছিলেন।

টিএইচ