শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ধর্ষণ ও যৌনপল্লিতে বিক্রির অভিযোগে একজন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

ধর্ষণ ও যৌনপল্লিতে বিক্রির অভিযোগে একজন গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে ধর্ষণ ও যৌনপল্লীতে বিক্রির ঘটনায় প্রধান আসামি শুভজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও র্যাব-৬।

বুধবার (২৫ জুন) র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে গত মঙ্গলবার সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শুভজিৎ মণ্ডল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিকটিম নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা। ওই ছাত্রীর সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ অভিজিতের। এরপর অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

পরিচয়ের সূত্র ধরে গত ৭ মে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে ঢাকা নিয়ে যান। পরে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যান। যাত্রাবাড়ীতে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে এই ঘটনা ঘটে।

র্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আরও বলেন, গ্রেপ্তার আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্যাং সাব্বিরকে গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে।  

টিএইচ