নীলফামারী পুলিশ লাইন্স সংলগ্ন পশ্চিম পাড়ায় রাসেদ ডিজাইন সেন্টার। ওই সেন্টারে আকিজ গ্রুপের পাইপ নকল করা হচ্ছে দীর্ঘদিন থেকে। এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি (গোয়েন্দা পুলিশ)। ২১ জুলাই রাতে পরিচালিত অভিযানে নকলের সত্যতা পায় অভিযানকারী টিম।
এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাশেদ ইসলামকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি কারখানাটি করা হয় সিলগালা। জব্দ করা হয় কারখানার মালামাল। এটি নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় নামী ব্র্যান্ড আকিজ পাইপের লোগো, ডিজাইন ও মানের অনুকরণে নকল পাইপ উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল।
এতে গ্রাহক প্রতারিত হওয়ার পাশাপাশি ব্র্যান্ডটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই নকল প্রক্রিয়ার সত্যতা পায় তারা। ঘটনাস্থল থেকে নকল পাইপ, ছাপার উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এ বিষয়ে আকিজ গ্রুপের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়।
মঙ্গলবার (২২জুলাই) কারখানার মালিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান নীলফামারী সদর থানার ওসি আবু সাঈদ।
টিএইচ