শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নাগরপুরে জব্বার হত্যা মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুরে জব্বার হত্যা মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদের গ্রেপ্তার করে।

এ নিয়ে জব্বার হত্যা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৪ জন। নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৯ জুন) ওসির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, জব্বার হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। এ হত্যা মামলার মূল আসামি বাদশা মিয়াকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

টিএইচ