আগামী দুই বছরের মধ্যে নীলফামারীতে পুষ্টিহীনতার হার ১৮ভাগ থেকে কমিয়ে ১০ ভাগে আনার প্রত্যয়ে ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিস এ কাজ বাস্তবায়ন করবে।
গত রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা পুষ্টি কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ।
সভায় সংস্থার এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম ও টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথ প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সহকারী তথ্য কর্মকর্তা কবির উদ্দিন প্রমুখ ।
টিএইচ