শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

পাকুন্দিয়ায় প্রবাসী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়ায় প্রবাসী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রবাসী হাবিবউল্লাহ হত্যায় অভিযোগে হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার (২১ জুন) উপজেলার চরফরাদী ইউনিয়ন গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

জানা যায়, শনিবার (২১ জুন) স্থানীয় এক গ্রাম পুলিশের বাড়িতে গিয়ে হত্যার বিষয়ে কথা বলার সময় হেলাল উদ্দিনকে গ্রামবাসী আটক করে ও গণধোলাই দেয়। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বিক্ষুব্ধ জনতার হামলায় একটি গোয়ালঘরে আশ্রয় নেয় হেলাল মিয়া। সেখানে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু সেখানেও হামলার শিকার হন তিনি।

এদিকে পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, বিক্ষুব্ধ জনতার হাত থেকে হেলাল মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আমাদের হেফাজতে নিয়েছি।

টিএইচ