শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

পাকুন্দিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ জুন) উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. বিল্লাল হোসেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান, ওসি সাখাওয়াৎ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর ই আলম প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, স্থানীয় ইউনিয়ন পরিষদের  জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

টিএইচ