কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ জুন) উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. বিল্লাল হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান, ওসি সাখাওয়াৎ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর ই আলম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
টিএইচ