লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে এবার দুজন পঙ্গু ব্যক্তিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৭ আগস্ট) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে এই দুজনকে পুশইন করা হয়। বিজিবি ও স্থানীয়রা এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে পাঠানো ব্যক্তিরা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করেছে। আটক ব্যক্তিরা হলেন- বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্তারকোনা গ্রামের ছাবির উদ্দিনের ছেলে আবু সিদ্দিক ও নড়াইল জেলার কালিয়া উপজেলার সিতারামপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে রানু মোল্লা।
তারা উভয়ে পঙ্গু। একজনের ডান পা হাঁটু পর্যন্ত ও অপরজনের ডান হাতের কব্জি থেকে আঙুল কাটা। জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৫ নম্বরের সীমান্ত দিয়ে কোচবিহার রাজ্যের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা ওই দুই ব্যক্তিকে ঠেলে পাঠায়।
খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের প্রধানপাড়া এলাকা থেকে তাদের আটক করে। পরে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটক ব্যক্তিরা জানায়, একবছর পূর্বে অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের গুজরাট এলাকায় ভিক্ষা পেশায় নিয়োজিত ছিল তারা।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ভারত থেকে ঠেলে পাঠানো দুই ব্যক্তিকে আমাদের নিকট হস্তান্তর করেছে বিজিবি। তাদের আত্মীয়-স্বজনদেরকে খবর পাঠানো হয়েছে। নাগরিকত্ব যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ