সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
The Daily Post

রাজস্থলীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাজস্থলীতে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে বাঙ্গালহালিয়া ধলিয়া ইসকন মন্দিরের পাশে রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, মো. শামীম সিকদার, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফিপুর এলাকার  মৃত আকরাম সিকদারের ছেলে ও রবিউল ইসলাম আনসার ভিডিপির সদস্য ছিল বর্তমানে চাকরিচ্যুত, সে রাজস্থলী উপজেলার শফিপুর ২নং ওয়ার্ডের সোহরাব সরদারের ছেলে।

উল্লেখ্য রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর, বালু মুড়া, শফিপুর, চেয়ারম্যান টিলা, পাবনা টিলা, ও মুন্সি পাড়া এলাকাসহ মাদকের হাট বসে প্রতিনিয়ত। বান্দরবানের সঙ্গে সংযোগ থাকায় এ ব্যবসা জমজমাট।

চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত  মাদক আইনে মামলা করে রোববার (১৭ আগস্ট) রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

টিএইচ