পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গত শনিবার পাবনা আমিনুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, প্রেস ক্লাব পাবনার সভাপতি ইঞ্জি. সোহেল রানা বিপ্লব, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু , পাবনা সদর ইউএনও নাহারুল ইসলামসহ জেলার সব ইউএনও ও জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা মনকে উৎফুল্ল রাখে এবং যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। যুব সমাজকে খেলাধুলায় মনোযোগ বৃদ্ধি করানোর জন্য সমাজের বিত্তবানদের খেলায় পৃষ্ঠপোষকতা প্রদানের আহ্বান জানান।
টিএইচ