ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান তার পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (১৭ আগস্ট) দলীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রের অনুলিপি ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক, নগরকান্দা ইউএনও, নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার এবং নগরকান্দায় প্রেস ক্লাবে প্রদান করা হয়েছে।
পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, গত ৪ জুন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নগরকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়।
সেই কমিটিতে তাকে প্রধান সমন্বয়ক করা হলেও কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আলোচনা বা পরামর্শ নেয়া হয়নি। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি বলে তিনি দাবি করেন। পদত্যাগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরহাদ হোসেন খান বলেন, আমাকে অবগত না করেই ওই কমিটি ঘোষণা করা হয়।
এর প্রতিবাদস্বরূপ আমি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছি। এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ বলেন, রাজনীতিতে সবারই ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগ পত্র হাতে পাইনি।
টিএইচ