বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (২৫ জুন) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার কর্তৃক ৫ জুন তারিখে সরকারি ছুটি থাকায় অনুষ্ঠানটি ২৫ জুন অনুষ্ঠিত হয়। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজনে চট্টগ্রাম অঞ্চলে মাসব্যাপী পালিত হয়েছে নানা কর্মসূচি, যার মধ্যে ছিল, রচনা ও স্লোগান প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা এবং আজকের আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ড. মো. জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; সঞ্জয় সরকার, অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং ড. মো. মনজুরুল কিবরীয়া, প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ ও কো-অর্ডিনেটর, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, ডিন, ফ্যাকাল্টি অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য রাখেন জমির উদ্দিন, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সোনিয়া সুলতানা, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং তা প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মাসব্যাপী আয়োজিত চিত্রাঙ্কন, স্লোগান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ।
টিএইচ