রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বটিয়াঘাটায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

‘স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বটিয়াঘাটা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিমেলার উদ্বোধনী সভা উপজেলা কৃষি অফিস মাঠে অনুষ্ঠিত হয়। 

কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি কবির আহমেদ খান, প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাশ, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার দেবু টিকাদার, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, মহিদুল ইসলাম শাহীন, কাজি আতিক, অজিত কুমার রায়, এসএম রব, অরুপ কুমার রায়, উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান, অঞ্জন কুমার বিশ্বাস, দিপন কুমার হালদার, জীবনানন্দ রায়, মোস্তাফিজুর রহমান, কমলেশ বালা, পিন্টু মল্লিক প্রমুখ।   

মেলায় মোট ১৩টি স্টল বসেছে। আগামী দুদিন এই মেলা চলবে। এ সময় বক্তারা বলেন, খাদ্য উৎপাদন ব্যবস্থা টেকসই রাখতে হলে ফসল উৎপাদন করতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির কোনো বিকল্প নেই।

টিএইচ