বটিয়াঘাটা উপজেলায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় সাচিবুনিয়া-চক্রাখালী সৃর্যমূখী ভিলেজের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার উপজেলার চক্রাখালী স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড. মো. মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন- খুলনা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি, উপসহকারী কৃষি অফিসার জীবনানন্দ রায়সহ এলাকার শত শত কৃষক কৃষানী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
টিএইচ