বরগুনার তালতলী উপজেলায় ওহাব সিকদার নামে এক বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কাজল রেখা ও অভিযুক্ত ছেলে কাশেমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওহাব সিকদার বর্তমানে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওহাব সিকদারের স্ত্রী ও ছেলেদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে প্রায় সময়ই ঝগড়াঝাটি হত।
চলমান এ কলহের জের ধরেই দা দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে ছেলে আবুল কাশেম। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওয়াহাব সিকদারকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়া এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ওহাব সিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলে কাশেম ও স্ত্রী কাজলকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
টিএইচ