শিক্ষক সংকট নিরসনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ লক্ষ্যে বুধবার (২৩ জুলাই) কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দাবির কথা তুলে ধরেন এবং দাবি আদায়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীরা জানান, ১৯ বছর ধরে এসব দাবি আদায়ের লক্ষ্যে সাবেক ও বর্তমান শিক্ষার্থী আন্দোলন করছে কিন্তু অবস্থার কোন পরিবর্তন ঘটছে না।
এবারেও গত তিনদিন ধরে দাবি আদায়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে কিন্তু এখনও কর্তৃপক্ষের টনক নরছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে ক্যাম্পাসের আন্দোলন রাজপথে যাবে বলে ঘোষণা করেন। অন্যদিকে বুধবার (২৩ জুলাই) নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক দফা দাবিতে বরিশালে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনষ্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন, এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপোযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।
এর আগে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর লঞ্চঘাট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এসে শেষ হয়।