শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বরিশাল ব্যুরো  

বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর প্রতিটি ওযার্ডের বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণের দাবিতে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) বরিশাল সিটি কর্পোরেশনের ভবনে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীর কাছে স্মারকলিপি জমা দেন তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, বরিশালে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যেন কোনো মাথা ব্যথা নেই।

অপরদিকে নগরীর খালগুলো নালা থেকে ড্রেনে পরিণত এবং অপরিচ্ছন্ন হওয়াতে নাগরিকদের ব্যাপক অসুবিধা হচ্ছে। তাই খাল এবং ড্রেনেজ ব্যবস্থা পরিচ্ছন্নতার পাশাপাশি মশকনিধন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন স্মারকলিপিতে।

টিএইচ