ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ)।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, এইচএসসি পাসের পর তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেন। এরপর ছয় মাসের ইন্টার্নশিপও করতে হয়। এতদসত্ত্বেও চাকরির ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান হিসেবে বিবেচনা করা হয়, যা চরম বৈষম্য এবং অবমূল্যায়নের শামিল।
তারা দাবি জানান, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান ঘোষণা করতে হবে।
বক্তারা বলেন, “আমরা কেন এখনো এমন বৈষম্যের শিকার হবো? কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি—এই বৈষম্য দ্রুত দূর করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
টিএইচ