বুধবার, ১৪ মে, ২০২৫
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
The Daily Post

বরিশালে বাস চাঁপায় দুই মোটরসাইকেল অরোহী নিহত

বরিশাল ব্যুরো

বরিশালে বাস চাঁপায় দুই মোটরসাইকেল অরোহী নিহত

বেপরোয়া গতিতে চলা বরিশাল-ঢাকা মহাসড়কে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁপায় মোটরসাইকেল অরোহী দুই ঠিকাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

গত সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বাসের ধাক্কায় একই মোটরসাইকেলযোগে নিহতরা বরিশাল নগরীর কাজিপাড়া থেকে এক নম্বর সিএন্ডবি পুল এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা ঢাকাগামী বেপরোয়াগতি শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাঁপা দেয়।

পরে স্থানীয়রা গুরুত্বর আহত আবস্থায় দুজনকেই উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তার কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্য হয়। নিহতরা হলেন, নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মাহবুবুর রহমান ও করিম কুটির এলাকার বাসিন্দা ইমরান হোসেন।

তারা দুজনই স্থানীয় ঠিকাদার। ওসি মিজান আরও জানান, ঘটনার পর পরই ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কারনে তাদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে নিহতর স্বজনরা নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে হাসপাতাল কতৃপক্ষের। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ